Monday 25 November 2019

চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন(December)



চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং

ü লাভলু ফেব্রুয়ারীর ১৪ তারিখ কিছু গোলাপ ক্রয় করিল । তার ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম ১৬ টাকা এবং প্রতিটি সাদা গোলাপের দাম ১৩ টাকা । যদি যে সাদা ও লাল গোলাপ কিনতে মোট ২৯৩ টাকা খরচ করে থাকে, সে কতটি গোলাপ কিনেছিল ? [২০]
ü ট্রেন মধুমতি স্টেশন ‘ক’ থেকে ভোর ৪ টায় যাত্রা শুরু করে এবং সকাল ১১ টায় স্টেশন ‘খ’ তে পৌঁছায় । আবার ট্রেন তিস্তা স্টেশন ‘খ’ থেকে সকাল ৫.৩০ টায় যাত্রা শুরু করে ও সকাল ১০ টায় স্টেশন ‘ক’ তে পৌঁছায় । ট্রেন দুটি সকাল কয়টায় পরষ্পরকে অতিক্রম করা শুরু করেছিল ?
ü ৩২ জন বালক একটি বাগান ২৪ দিনে পরিষ্কার করতে পারে । একই কাজ ২৪ জন বালিকা ১৬ দিনে করতে পারে । ১৬ জন বালক ও ১৬ জন বলিকা একত্রে ১২ দিন কাজ করার পর অবশিষ্ট কাজ ৯ দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরো কতজন বালিকা প্রয়োজন হবে ? [২৪]
ü জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল । জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম ৪০% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম ২০% হ্রাস পেল । যদি জুলাই মাসে সমান পরিমান ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম ৭৭ টাকা হয়, জুন মাসে এক কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল ? [৭০]
ü ৪৭২ মিটার দীর্ঘ একটি রাস্তার দুইপাশে ২০ মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হল । প্রতিটি পিলারের প্রস্থ ০.৫ মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে ? [৪৮টি]
ü একটি সংখ্যার চারগুনের সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮ । সংখ্যাটির দ্বিগুণের সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে ? [৫]
ü P > ২ ও q > - ১ হলে, নিচের কোনটি সবসময় সত্য হবে ? [ pq > - ২ ]
ü N সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে ৩টি করে চকলেট দিলে ৫টি চকলেট অবশিষ্ট থাকে, কিন্তু ৪টি করে চকলেট দিতে গেলে আরো ২১টি চকলেটের প্রয়োজন হয় । ঐ ক্লাসের ছাত্র সংখ্যা কত ? [২৬]
ü ১০মিটার/মিনিট বেগে ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এককোণ থেকে কর্ণ বরাবর হেটে অপর প্রান্তে পৌছে বাগানের কিনার দিয়ে হেটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে ? [১২]
ü একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস পেলে p এর মান কত ? [২০]
ü ববি ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে ৭:৯ । যদি কবি ববিকে ২১টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে ৭:৬ । আবার যদি ববি কবিকে ১১টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে ৫:৮ । কবির কাছে অপেক্ষা কতটি আপেল বেশি আছে ? [২৬টি]
ü ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে । রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে ?
ü ৯টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -১৫ । সবগুলো সংখ্যার সমষ্টি কত ? [-১৩৫]
ü একটি ধারার ১ম সংখ্যাটির ২ এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২৩২তম সংখ্যাটি কত ? [৮০৬]


চাকুরী পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়ক সাজেশন(November)




চাকুরী পরীক্ষার জন্য আন্তর্জাতিক বিষয়ক সাজেশন
তারিখঃ ২৭-১১-২০১৯ ইং
·       পৃথিবীর গভীরতম খালের নাম কি ? (পানামা)
·       হাজার হৃদের দেশের নাম কি ? (ফিনল্যান্ড)
·       জাপানের পার্লামেন্টের নাম কি ? (ডায়েট)
·       বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে ? (ডেভিড ম্যালপাস)
·       গনতন্ত্রের সূচনা হয় কোন দেশে ? (গ্রিসে)
·       গারুদা কোন দেশের বিমান সংস্থা ? (ইন্দোনেশিয়া)
·       ‘বেলফোর ঘোষনা’ কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত ? (ইসরাইল)
·       পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি ? (চীন)
·       বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয় কত সালে ? (৭ এপ্রিল ১৯৪৮ সালে)
·       যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি ? (সিনেট)
·       ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা ? (ভারত ও পাকিস্তান)
·       বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা কোন দেশ ? (চীন)
·       ইউরোপের ককপিট কোথায় ? (বেলজিয়াম)
·       মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা নাম কি ? (সনোরা লাইন)
·       ‘গ্লাস্তনস্ত’ অর্থ কি ? (খোলামেলা আলোচনা)
·       কিরগিজস্তানের রাজধানীর নাম কি ? (বিশকেক)
·       ভারতের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কি ? (নির্মলা সীতারমণ)
·       জাপানের বর্তমান সম্রাটের নাম কি ? (সম্রাট নারুহিতো)
·       ওমানের মুদ্রার নাম কি ? (রিয়াল)
·       ‘এলাম, দেখলাম, জয় করলাম’ উক্তিটি করেছেন কে ? (জুলিয়াস সিজার)

Saturday 23 November 2019

চাকুরী পরীক্ষার জন্য সাধারন জ্ঞান সাজেশন (November)




চাকুরী পরীক্ষার জন্য সাধারন জ্ঞান সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং

Ø কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? (ব্রাজিল)
Ø পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? (চীন)
Ø পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান কোন দেশটি ? (বাংলাদেশ)
Ø বিশ্বের বৃহৎতম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? (আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত)
Ø ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোনটি ? (সাপ্তাহিক সৈনিক)
Ø বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে ? (২ মার্চ ১৯৭১)
Ø ‘জলকেলি’ কাদের উৎসব ? (রাখাইন)
Ø  বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কবে ? (১৬ ডিসেম্বর ১৯৭২)
Ø বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত ? (৪ বছর)
Ø বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ? (১৯৫৫ সালে)
Ø বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ বহনকারী রকেটের নাম কি ? (ফ্যালকন ৯)
Ø দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোথায় ? (ময়মনসিংহ)
Ø বাংলাদেশে রেশম বেশি উংপাদিত হয় কোন জেলায় ? (রাজশাহী)
Ø বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি ? (যুক্তরাষ্ট্র)
Ø বর্তমানে বাংলাদেশে মেট্রোপলিটন পুলিশ এলাকা কতটি ? (৮টি)
Ø বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে ? (কামরুল হাসান)
Ø বাংলাদেশ বন গভেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? (চট্টগ্রাম)
Ø বাংলাদেশ নদী গভেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? (ফরিদপুর)
Ø রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? (চীন)
Ø ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার কত ? (৫,২৩,১৯০ কোটি টাকা)
Ø পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ? (মান্দারিন)
Ø মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে ? (১৯৮২ সালে)
Ø কালাপানি কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত ভূখন্ড ? (ভারত ও নেপাল)
Ø মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নং সেক্টরে অন্তর্গত ছিল ? (২)
Ø বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি ? (ভোলা)
Ø পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি ? (রয়টার)
Ø ভার্সাই নগরী কোথায় অবস্থিত ? (ফ্রান্স)
Ø ‘বারোভূইয়া’ কাদের বলা হতো ? (বড় বড় স্বাধীন জমিদারদের)

চাকুরী পরীক্ষার জন্য সাধারন জ্ঞান সাজেশন (November)




চাকুরী পরীক্ষার জন্য সাধারন জ্ঞান সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং

১. বর্তমানে দেশে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি ? (১৯টি)
২. দেশের প্রথম বৈদ্যুতিক স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় অবস্থিত ? (খুলনা)
৩. ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে ? (সৌদি আরব)
৪.বর্তমানে মন্ত্রীসভার মোট সদস্য সংখ্যা কত ? (৪৮ জন)
৫. বর্তমানে মন্ত্রীসভার মন্ত্রীর সংখ্যা কত ? (২৬ জন)
৬. বর্তমানে মন্ত্রীসভায় নারী সদস্য সংখ্যা কত ? (৫ জন)
৭. প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ভূখন্ডে প্রবেশ করেন কবে ? (৩০ জুন, ২০১৯)
৮. স্বর্ণের ভোক্তা দেশ হিসেবে শীর্ষ অবস্থানে কোন দেশ ? (চীন)
৯. কম্পিউটার বা অন্য ডিভাইসে ব্যবহৃত পাসওয়ার্ড পদ্ধতির উদ্ভাবক কে ? (ফারনান্দো করবাতো)
১০. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী নাম কী ? (বরিস জনসন)
১১. ‘ও আই সি’র বর্তমান প্রেসিডেন্ট কে ? (সালমান বিন আব্দুল আজিজ)
১২. মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি ? (সুইজারল্যান্ড)
১৩. ১২ তম বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন কোন দেশ ? (ইংল্যান্ড)
১৪. বঙ্গবন্ধু মানমন্দির কোথায় নির্মান করা হবে ? (ভাঙ্গা, ফরিদপুর)
১৫. বর্তমানে দেশে কতটি আইন প্রচলিত আছে ? (১,১৪৮টি)
১৬. বাংলাদেশ থেকে কতটি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয় ? (৫০টি দেশে)
১৭. নতুন প্রজন্মের পরমানু সাবমেরিন ‘সাফরেন’ কোন দেশের তৈরি ? (ফ্রান্স)
১৮. নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত Xingkong-2 বা Starry Sky-2 কোন দেশের তৈরি ? (চীন)
১৯. আব্রামস ট্যাঙ্ক কোন দেশের তৈরি ? (যুক্তরাষ্ট্র)
২০. বিশ্বব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক কে ? (অংশুলা কান্ত)

চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন (নভেম্বর মাস)




চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং

(ক) একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত ? [৭৮৬]
(খ) এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন । ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন ? [৭২৬]
(গ) যদি a + b = 2, ab = 1 হয়, তবে a ও b এর মান যথাক্রমে – [1,1]
(ঘ) কোনো শ্রেনীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল । বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৪০ জন গনিতে পাস করেছে । ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে ?
(ঙ) একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায় ? [২টি]
(চ) চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ? [২০%]
(ছ) p–এর মান কত হলে 4x2 – px + 9  একটি পূর্নবর্গ হবে ? [১২]
(জ) ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে ? [৪]
(ঝ) লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি. । নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে ? [৬ ঘন্টা]
(ঞ) (০.০১)এর মান কোন ভগ্নাংশটির সমান ? [০.০০০১]
(ট) x + y = ৬ হলে, xy -এর বৃহত্তম মান কত ? [৯]
(ঠ) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর । যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর । পুত্রের বর্তমান বয়স কত ? [১২]
(ড) অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১০, ১৫ দিনে করতে পারে । একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে ? [৩ দিন]


চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন (নভেম্বর)



চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং
(১) দুটি সংখ্যার যোগফল ৮ । যদি সংখ্যাগুলো ৩:১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুনফল হবে কত ? [১২]
(২) একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈঘ্য কত মিটার ? [২৪ মিটার]
(৩) একটি সরল সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে ? [১৮০]
(৪) তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা ২ ঘন্টা, ৩ ঘন্টা ও ৪ ঘন্টা পরপর বাজতে থাকল । ১ দিনে তারা কতবার একত্রে বাজবে ? [৩]
(৫) শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে ? [২০]
(৬) Log5x=3 হলে x=কত ? [১২৫]
(৭) ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কতটি ? [২৫]
(৮) a – b = ৭ এবং ab = ৬০ হলে, a2 + b2 = কত ? [১৬৯]
(৯) একটি সংখ্যা ও তার গুনাত্বক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত ? [১]
(১০) শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ ? [২৫%]
www.easy-to-pass.blogspot.com


চাকুরী পরীক্ষার জন্য বাংলা সাজেশন (নভেম্বর মাস ২০১৯)



বাংলা সাজেশন
তারিখঃ ২৪-১১-২০১৯
১*‘বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান’ কে সম্পাদনা করেন ? (ড. মুহম্মদ শহীদুল্লাহ )
২*‘কথার তবুড়ি’ এর অর্থ কি ? ( অনর্গল কথা )
৩*‘কিরণ’ শব্দের সমার্থক কোনটি ? ( ময়ূখ )
৪*‘শ্বশ্র’ শব্দের অর্থ কি ? ( শাশুড়ি )
৫*‘সবর’ শব্দের ‘স’ উপসর্গ কি অর্থ প্রকাশ করে ? ( সঙ্গে )
৬*শুদ্ধ বানানগুচ্ছ কোনটি ? ( সমীচীন, সংশ্রব, সত্তা )
৭*ষাট বছর পূর্ন হওয়ার উৎসবকে এক কথায় কি বলে ? ( হীরক জয়ন্তী )
৮*রথদেখা কোন সমাস ? ( তৎপুরুষ সমাস )
৯*‘গোফঁ খেজুরে’ বলতে কী বুঝায় ? ( প্রকৃতই অলস )
১০*‘শিতকর’ শব্দের অর্থ কী ? ( চাঁদ )
১১*‘ঠোট কাটা’ বাগধারাটির অর্থ কী ? ( বেহায়া )
১২*‘অবীরা’ বলকে কোন নারীকে বুঝায় ? ( যরি স্বামী বা পুত্র নাই )
১৩*বিনা যত্নে যা লাভ করা হয়েছে – ( অযত্নলব্ধ )
১৪*ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কী ? ( অসম্ভব ঘটনা )
১৫* দুধের মাছি বাগধারাটির অর্থ কী ? ( সুসময়ের বন্ধু )


চাকুরী পরীক্ষার জন্য বাংলা সাজেশন - তারিখঃ ২৫-১১-২০১৯ ইং


চাকুরী পরীক্ষার জন্য বাংলা সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং
o  চর্যাপদের আদি কবি কে ?  ( লুইপা )
o  চর্যাপদের আবিষ্কারক করেন কে ? ( মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী )
o  ‘নদী ও নারী’ উপন্যাসের রচিয়তা কে ? ( হুমায়ন কবির )
o  জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায় ? ( কল্লোল পত্রিকায় )
o  ‘পর্যালোচনা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? ( পরি + আলোচনা )
o  ‘সাগর’ শব্দের প্রতিশব্দ কোনটি ? ( অর্ণব, পাথর, পয়োধি )
o  ‘পরশুরাম’ ছদ্মনাম লিখতেন কে ? (রাজশেখর বসু )
o  ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি ? ( বর্ধমান )
o  পায়ের আওয়াজ পাওয়া যায় – ( মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাটক )
o  বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি ? ( ৭টি )
o  ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি যে পটভুমিতে রচিত হয়েছে ? ( ভাষা আন্দোলন )
o  ‘বার্ষিক’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি ? (বর্ষ + ষ্ঞিক )
o  ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? ( বিপরীত )
o  ‘দশে মিলে করি কাজ’ এখানে ‘দশে’ শব্দটি – ( কর্তৃকারকে ৭মী )


Top 20 High Page Ranking Bookmarking Websites

Social Bookmarking is the power of Search Engine for quickly increasing your traffic. People help to get the targeting article for her or h...