আমাদের এই পেজে আপনাদেরকে ফার্মাসিস্ট সি সহায়ক বই থেকে কিছু ওষুধ বিষয়ক তথ্য প্রদান করা হয়েছে । আপনারা ধারাবাহিক ভাবে এই ধরনের প্রশ্ন পাবেন এই ওয়েবসাইট থেকে । পরীক্ষায় পাস করার জন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাহায্য করার চেষ্টা মাত্র ।
* রিকেটস চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় ?
ক. Vit-A খ.Vit-B গ.ক্যালসিয়াম ও Vit-D ঘ.
Vit-E
* বিফসটোনেট জাতীয় ওষুধ নিচের কোনটি ?
ক. এলেনড্রোনেট
খ. পাইরকিক্সকাম গ. মেফেনেমিক এসিড ঘ. ন্যাপ্রোক্সেন
* অষ্টিওআথইটিসে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
ক. NSAIDs খ.
ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ. কর্টিকোষ্টেরয়েড ঘ. সবগুলো
* গাউট রোগে কোনটি ব্যবহৃত হয় ?
ক. অলোপিউরিনল খ. কলচিসিন গ. গাউট
ঘ. উচ্চ রক্তচাপ
* কলচিসিন ব্যবহৃত হয় নিচের কোন রোগটিতে ?
ক. রিকেটস খ.
রক্ত স্বল্পতা গ. গাউট
ঘ. উচ্চ রক্তচাপ
* রিউমাটয়েড আর্থাইটিসে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
ক.এজাথিওপ্রিন খ.ওয়ারফেরিন গ. এসপিরিন ঘ. হেপারিন
* মিথোট্রিক্সেড ব্যবহৃত হয় নিচের কোন রোগের চিকিৎসায়
?
ক. ক্যান্সার
খ. গাউট গ. রিউমাটয়েড
ঘ. ক+গ
* রক্ত জমাট বাধতে বাধা দেওয়ায় ব্যবহৃত হয় কোন ওষুধটি
?
ক. কলচিসিন খ.ফলিক
এসিড গ. হেপারিন ঘ. ফেনোফাইব্রেট
* রক্তপাত বন্ধের ওধুধ কোনটি ?
ক. এমিনোক্যাপরিক এসিড খ.হেপারিন গ.ওয়ারফেরিন ঘ. সবগুলো
No comments:
Post a Comment