আমাদের এই পেজে আপনারা প্রত্যয়ন পত্র লেখার নমুনা দেওয়া আছে । আপনারা এই ফর্মেটটি আপনারা কপি করতে পারেন আবার চাইলে ডাইনলোড করতে পারেন ।
প্রত্যয়ন পত্র
এই মর্মে প্রত্যয়ন করা হইতেছে যে, মোঃ ফাইজুর রহমান, পিতাঃ মোঃ আবুল বাশার,
মাতাঃ ফাহিমা বেগম, গ্রামঃ রশিবপুরা,
পোঃ আজিমনগর, উপজেলাঃ ভাঙ্গা,
জেলাঃ ফরিদপুর । সে আমার পরিচিত এবং জন্মগত সূত্রে সে
বাংলাদেশের একজন নাগরিক । আমার জানা মতে তাহার নৈতিক চরিত্র ভাল । সে সমাজ বা
রাষ্ট্র বিরোধী কোনো কাজে অংশ গ্রহন করে নাই ।
আমি তাহার
জীবনের মঙ্গল কামনা করি ।
প্রত্যয়নকারীর স্বাক্ষর
No comments:
Post a Comment