ছবি ব্রিক্রি করে টাকা আয় করুন খুব সহজেই, তবে কিছু পেতে কিছু কষ্ট সহ্য করতে হবে । প্রথমেই বলে রাখা ভাল যে আপনি চাইলেই কাল থেকে টাকা আয় করতে পারবেন না । কারন, এই ধরনের অনলাইন ভিত্তিক করতে হলে আপনার প্রচুর ধৈয্য ধারন করতে হবে ।
বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট আমাদেরকে ছবি এবং ভিডিও ব্রিক্রি করার মাধ্যমে টাকা আয় করার সুযোগ তৈরি করে দিয়েছে । থার মধ্যে বেশি জনপ্রিয় ও বেশি ব্রিক্রি হয় সাটারস্টক নামক ফটোসেলিং ওয়েবসাইটে । আপনাকে ধৈয্য ধরে কাজ করে যেতে হবে, তবে কাজের প্রথমেই টাকার চিন্তা মাথায় আনা যাবে না । আপনাকে আপনার অ্যাকাউন্টের কন্টেট সংখ্যা বাড়াতে হবে ।
বর্তমানে সাটারস্টক তাদের পেমেন্ট সিস্টেম পরিবর্তন করে ফেলেছে । তারা প্রতিটি ছবির জন্য ১৫% (.১০) সেন্ট দেয়, তবে এটা সর্বনিম্ন পেমেন্ট আর উপরের কোনো সঠিক কোনো লিমিট নাই । আমার দেখা মতে তারা ২০ ডলার পর্যন্ত পেমেন্ট দেয় মাত্র একটা ছবির জন্য, তবে সেটা খুবই কম ।
এবার আসুন কাজের কথায়, প্রথমে আপনাকে এই লিঙ্ক এ গিয়ে সাইন আপ করতে হবে । সাইন আপ করা খুব সহজ আশা করি পারবেন । এর পর আপনার প্রফাইলটাকে সাজাতে হবে এবং বিভিন্ন তথ্য দিয়ে একাউন্ট টি ১০০% করবেন । এর পর কোয়ালিটিফুল কনটেন্ট (ছবি যার রেজুলেশন সর্বনিম্ন ২০০০*২৪০০) সাবমিট করবেন । আপনি চাইলে ডিজাইন করে একই রেজুলেশনে আপলোড করতে পারেন তবে এই কন্টেট অনুমতি পেতে ৫ দিন পর্যন্ত সময় নেয় কর্তপক্ষ । যদি এপরুভ করে তাহলে আপনার ছবি ব্রিক্রি জন্য আপনার পোর্টফলিওতে যোগ হয়ে যাবে, তবে মাঝে মাঝে কাজ হয়ে একটু সময় নিতে পারে ।
আমার মতে আপনারা কাজের সময় ল্যাপটপ বা পিসি ব্যবহার করবেন তাহলে কাজ করতে সুবিধা হবে । কাজ করার সময় ভিপিএন ব্যবহার থেকে দূরে থাকবেন, কারন তাহলে যে কোনো সময় আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে ।
No comments:
Post a Comment