বর্তমানে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে টাকা আয় করা কঠিন কোনো বিয়য় না । আপনি যে কোনো বিষয়ের উপরে আপনার স্কিল ডিভিলপ করতে পারেন । আপনার যে কাজের প্রতি আগ্রহ্য আপনি চাইলে সে কাজ দিয়ে অনলাইনে আয় করতে পারেন । বর্তমানে সকলেই এরড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকেন ।আর এই মোবাইল হতে পারে আপনার টাকা কামানোর উৎস অথবা ডি.এস.এল.আর ক্যামেরা থাকলে আপনি এক ধাপ এগিয়ে আছেন । কারন আজ আপনাদের সাথে যে বিষয়ের উপরে কথা বলবো তা হলো ছবি বা ভিডিও ব্রিক্রি করে টাকা আয় ।
বর্তমান বাজারে অনেক ওয়েবসাইট আছে যারা এই সুবিধাগুলো দিয়ে থাকে । আপনার মোবাইলে তোলা ছবি অথবা ডি.এস.এল.আর ক্যামেরা ছবি অথবা আপনি যদি ডিজাইন এর কাজ পারেন তাহলে আপনার জন্য এই ওয়েবসাইট যেখান থেকে আপনি ভাল পরিমান টাকা আয় করে নিজের হাত খরচ চালাতে পারবেন ।
এই ওয়েবসাইটে কাজ করতে চাইলে কনট্রিবিউটর হিসেবে একাউন্ট তৈরি করবেন । তারপর আপনার প্রফাইল ইনফরমেশন দিয়ে ১০০% কমপ্লিট করবেন । আপনাকে অবশ্যই ইডেটিং এর কাজ জানতে হবে যেমন ফটোশপ, ইলেশট্রেটর কাজ । কারন আপনার ছবি (২৪০০*২০০০) পিস্কেল কোয়ালিটির ছবি তৈরি করতে হবে । এরপর আপনাকে যেপিজি অথবা ডিজাইন হলে ইপিএস মুডে সেভ করতে হবে ।
আপনার ছবি বা ডিজাইন আপলোড করার জন্য TOUCH যাবেন । তারপর আপলোড মেনুতে ক্লিক করে ফাইল সিলেক্ট করবেন এবং অপেক্ষা করুন । এরপর এর ছবির টাইটেল এবং কিওয়ার্ড পছন্দ করুন । এরপর ছবি এপরুভ হওয়ার জন্য কর্তপক্ষের কাছে যাবে এবং গ্রহন যোগ্য হলে এপরুভ করবে । এভাবে কাজ করতে থাকবেন ।
প্রতি ছবি বা ডিজাইনে কমপক্ষে আপনি .25 ডলার পাবেন যা বাংলাদেশি টাকায় ২০ টাকার উপরে । আপনার ছবি বা ডিজাইন যদি ভাল হয় তাহলে একটি ছবি বা ডিজাইন হাজার বার পযর্ন্ত ডাউনলোড হয় । তাহলে ভাবুন তো আপনি কেন এখনও বসে আছেন $$$$
No comments:
Post a Comment