তারিখঃ……………………
বরাবর,
অধ্যক্ষ
সরকারী টিচার্স ট্রেনিং কলেজ,
ফরিদপুর ।
বিষয়ঃ প্রত্যয়ন পত্র উত্তোলনের জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ফাইজুর রহমান, পিতাঃ আবুল
হোসেন, মাতা ফাহিমা আক্তার, গ্রামঃ রশিবপুরা, ডাকঘরঃ আজিমনগর -৭৮৩০, থানাঃ ভাংগা, জেলাঃ
ফরিদপুর । আমি আপনাদের প্রতিষ্ঠানের অনার্স ৩য় বর্ষের একজন নিয়মিত ছাত্র, রোলঃ ৩২,
শিক্ষাবর্ষঃ ২০১৯-২০২০, আমি পাসপোর্ট বের করিতে ইচ্ছুক । এমতাবস্থায় পাসপোর্ট অফিসের
কতৃপক্ষ আমার নিকট একটি প্রত্যয়ন পত্র চেয়েছে । উক্ত কারনে আমার একখানা প্রত্যয়ন পত্র
দরকার ।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমি যাহাতে একখানা
প্রত্যয়ন পত্র পাইতে পারি তাহার সু-ব্যবস্থা করতে আপনার মর্জি হয় ।
বিনীত নিবেদক
No comments:
Post a Comment