জরিমানা মওকুফের জন্য আবেদন এর নমুনা নিচে দেওয়া আছে । আপনারা সেখান থেকে কপি করে আপনাদের তথ্য দিয়ে ব্যবহার করতে পারবেন ।
বরাবর,
প্রধান শিক্ষক,
ভাংগা পাইলট হাই স্কুল,
ভাংগা, ফরিদপুর ।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র ।
আমার অস্থুত থাকার কারনে কয়েকদিন স্কুলে আসিতে পারিনি । আমার জরিমানা মাফ করার জন্য
আপনার নিকটে একটি আবেদন পত্র লিখেছি ।
অতএব, আমার জরিমানা মাফ করতে আপনার
মর্জি হয় ।
বিনীত নিবেদক
শ্রেনীঃ………….
রোলঃ………….
No comments:
Post a Comment