ক. গাড়ি স্টার্ট না হওয়ার কারন কী ?
১.গাড়িতে
ব্রেক ওয়েল না থাকা ।
২.গিয়ার
ওয়েল না থাকলে ।
৩.প্রয়োজনীয় জ্বালানী না থাকলে ।
৪.ক্ল্যাস
ওয়েল না থাকলে ।
খ. লুব ওয়েল কোথায় দিতে হয় ?
১.হেড কভারে ।
২.ব্যাক
কভারে ।
৩.জয়েন্ট
পাটর্স ।
৪.ফুয়েল
গেজে ।
গ. ক্লাচের কাজ কী ?
১.গাড়ির
গতি কম ও বেশি করা ।
২.ইন্জিন
এবং গিয়ার বক্সের সংযোগ করা ও বিচ্ছিন্ন করা ।
৩.গাড়িকে
নিউট্রাল করা ।
৪.উপরের সবগুলো ।
ঘ. ডিসটিল ওয়াটার কোথায় ঢালতে হয় ?
১.কার্বুরেটরে
।
২.রেডিয়েটরে
।
৩.ব্যাটারিতে
।
৪.ইয়ার ক্লিনারে ।
লিখিত পরীক্ষা
ক.
লাল বৃত্তের মধ্যে ৫০ কিঃমিঃ বলতে কি বোঝায় ?
উত্তরঃ
সর্বোচ্চ গতিবেগ ৫০ কিলোমিটার
।
খ.
নিয়মিত ব্যাটারিতে কি দেখতে হয় ?
উত্তরঃ
ব্যাটারির পানির পরিমান ।
গ.
ইন্জিনের প্রধান যন্ত্রাংশগুলো কি কি ?
উত্তরঃ
পিষ্টন, হেড, সিলিন্ডার ।
ঘ.
কুলিং এর কাজ কি ইন্জিনে ?
উত্তরঃ
ইন্জিনকে ঠান্ডা করা ।
No comments:
Post a Comment