Saturday 23 November 2019

চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন (নভেম্বর)



চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং
(১) দুটি সংখ্যার যোগফল ৮ । যদি সংখ্যাগুলো ৩:১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুনফল হবে কত ? [১২]
(২) একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গমিটার হলে, অপর কর্ণের দৈঘ্য কত মিটার ? [২৪ মিটার]
(৩) একটি সরল সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে ? [১৮০]
(৪) তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা ২ ঘন্টা, ৩ ঘন্টা ও ৪ ঘন্টা পরপর বাজতে থাকল । ১ দিনে তারা কতবার একত্রে বাজবে ? [৩]
(৫) শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে ? [২০]
(৬) Log5x=3 হলে x=কত ? [১২৫]
(৭) ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কতটি ? [২৫]
(৮) a – b = ৭ এবং ab = ৬০ হলে, a2 + b2 = কত ? [১৬৯]
(৯) একটি সংখ্যা ও তার গুনাত্বক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত ? [১]
(১০) শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ ? [২৫%]
www.easy-to-pass.blogspot.com


No comments:

Post a Comment

Top 20 High Page Ranking Bookmarking Websites

Social Bookmarking is the power of Search Engine for quickly increasing your traffic. People help to get the targeting article for her or h...