Saturday 23 November 2019

চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন (নভেম্বর মাস)




চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং

(ক) একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত ? [৭৮৬]
(খ) এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন । ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন ? [৭২৬]
(গ) যদি a + b = 2, ab = 1 হয়, তবে a ও b এর মান যথাক্রমে – [1,1]
(ঘ) কোনো শ্রেনীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল । বার্ষিক পরীক্ষায় ৯৪ জন বাংলায় এবং ৪০ জন গনিতে পাস করেছে । ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে ?
(ঙ) একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায় ? [২টি]
(চ) চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ? [২০%]
(ছ) p–এর মান কত হলে 4x2 – px + 9  একটি পূর্নবর্গ হবে ? [১২]
(জ) ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে ? [৪]
(ঝ) লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি. । নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে ? [৬ ঘন্টা]
(ঞ) (০.০১)এর মান কোন ভগ্নাংশটির সমান ? [০.০০০১]
(ট) x + y = ৬ হলে, xy -এর বৃহত্তম মান কত ? [৯]
(ঠ) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর । যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর । পুত্রের বর্তমান বয়স কত ? [১২]
(ড) অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১০, ১৫ দিনে করতে পারে । একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে ? [৩ দিন]


No comments:

Post a Comment

Top 20 High Page Ranking Bookmarking Websites

Social Bookmarking is the power of Search Engine for quickly increasing your traffic. People help to get the targeting article for her or h...