চাকুরী
পরীক্ষার জন্য গনিত সাজেশন
তারিখঃ
২৫-১১-২০১৯ ইং
(ক) একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়, ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি
কত ? [৭৮৬]
(খ) এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা
ব্যাংকে জমা রাখলেন । ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন ? [৭২৬]
(গ) যদি a + b = 2, ab = 1 হয়, তবে a ও b এর মান যথাক্রমে
– [1,1]
(ঘ) কোনো শ্রেনীতে ১০০ জন পরীক্ষার্থী ছিল । বার্ষিক পরীক্ষায়
৯৪ জন বাংলায় এবং ৪০ জন গনিতে পাস করেছে । ৭৫ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে
ফেল করেছে ?
(ঙ) একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া
যায় ? [২টি]
(চ) চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির
ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ? [২০%]
(ছ) p–এর মান কত হলে 4x2 – px + 9 একটি পূর্নবর্গ হবে ? [১২]
(জ) ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে
সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে ? [৪]
(ঝ) লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি.
। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে ? [৬ ঘন্টা]
(ঞ) (০.০১)২ এর মান কোন ভগ্নাংশটির সমান ?
[০.০০০১]
(ট) x + y = ৬ হলে, xy -এর বৃহত্তম মান কত ? [৯]
(ঠ) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর । যখন পুত্রের
বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর । পুত্রের বর্তমান
বয়স কত ? [১২]
(ড) অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬, ১০, ১৫ দিনে
করতে পারে । একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে ? [৩ দিন]
No comments:
Post a Comment