Saturday 23 November 2019

চাকুরী পরীক্ষার জন্য সাধারন জ্ঞান সাজেশন (November)




চাকুরী পরীক্ষার জন্য সাধারন জ্ঞান সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং

১. বর্তমানে দেশে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি ? (১৯টি)
২. দেশের প্রথম বৈদ্যুতিক স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় অবস্থিত ? (খুলনা)
৩. ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে ? (সৌদি আরব)
৪.বর্তমানে মন্ত্রীসভার মোট সদস্য সংখ্যা কত ? (৪৮ জন)
৫. বর্তমানে মন্ত্রীসভার মন্ত্রীর সংখ্যা কত ? (২৬ জন)
৬. বর্তমানে মন্ত্রীসভায় নারী সদস্য সংখ্যা কত ? (৫ জন)
৭. প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ভূখন্ডে প্রবেশ করেন কবে ? (৩০ জুন, ২০১৯)
৮. স্বর্ণের ভোক্তা দেশ হিসেবে শীর্ষ অবস্থানে কোন দেশ ? (চীন)
৯. কম্পিউটার বা অন্য ডিভাইসে ব্যবহৃত পাসওয়ার্ড পদ্ধতির উদ্ভাবক কে ? (ফারনান্দো করবাতো)
১০. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী নাম কী ? (বরিস জনসন)
১১. ‘ও আই সি’র বর্তমান প্রেসিডেন্ট কে ? (সালমান বিন আব্দুল আজিজ)
১২. মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি ? (সুইজারল্যান্ড)
১৩. ১২ তম বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন কোন দেশ ? (ইংল্যান্ড)
১৪. বঙ্গবন্ধু মানমন্দির কোথায় নির্মান করা হবে ? (ভাঙ্গা, ফরিদপুর)
১৫. বর্তমানে দেশে কতটি আইন প্রচলিত আছে ? (১,১৪৮টি)
১৬. বাংলাদেশ থেকে কতটি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয় ? (৫০টি দেশে)
১৭. নতুন প্রজন্মের পরমানু সাবমেরিন ‘সাফরেন’ কোন দেশের তৈরি ? (ফ্রান্স)
১৮. নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত Xingkong-2 বা Starry Sky-2 কোন দেশের তৈরি ? (চীন)
১৯. আব্রামস ট্যাঙ্ক কোন দেশের তৈরি ? (যুক্তরাষ্ট্র)
২০. বিশ্বব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক কে ? (অংশুলা কান্ত)

No comments:

Post a Comment

Top 20 High Page Ranking Bookmarking Websites

Social Bookmarking is the power of Search Engine for quickly increasing your traffic. People help to get the targeting article for her or h...