চাকুরী
পরীক্ষার জন্য সাধারন জ্ঞান সাজেশন
তারিখঃ
২৫-১১-২০১৯ ইং
Ø কফি
উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? (ব্রাজিল)
Ø পোশাক
রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? (চীন)
Ø পোশাক
রপ্তানিতে দ্বিতীয় অবস্থান কোন দেশটি ? (বাংলাদেশ)
Ø বিশ্বের
বৃহৎতম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? (আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত)
Ø ভাষা
আন্দোলনের মুখপাত্র ছিল কোনটি ? (সাপ্তাহিক সৈনিক)
Ø বাংলাদেশের
পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে ? (২ মার্চ ১৯৭১)
Ø ‘জলকেলি’
কাদের উৎসব ? (রাখাইন)
Ø বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কবে ? (১৬ ডিসেম্বর
১৯৭২)
Ø বাংলাদেশ
ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত ? (৪ বছর)
Ø বাংলা
একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ? (১৯৫৫ সালে)
Ø বঙ্গবন্ধু
স্যাটেলাইট -১ বহনকারী রকেটের নাম কি ? (ফ্যালকন ৯)
Ø দেশের
সর্বশেষ সিটি কর্পোরেশন কোথায় ? (ময়মনসিংহ)
Ø বাংলাদেশে
রেশম বেশি উংপাদিত হয় কোন জেলায় ? (রাজশাহী)
Ø বাংলাদেশ
থেকে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি ? (যুক্তরাষ্ট্র)
Ø বর্তমানে
বাংলাদেশে মেট্রোপলিটন পুলিশ এলাকা কতটি ? (৮টি)
Ø বাংলাদেশের
জাতীয় পতাকার রূপকার কে ? (কামরুল হাসান)
Ø বাংলাদেশ
বন গভেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? (চট্টগ্রাম)
Ø বাংলাদেশ
নদী গভেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? (ফরিদপুর)
Ø রপ্তানিতে
শীর্ষ দেশ কোনটি ? (চীন)
Ø ২০১৯-২০
অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার কত ? (৫,২৩,১৯০ কোটি টাকা)
Ø পৃথিবীতে
সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ? (মান্দারিন)
Ø মিয়ানমারের
রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে ? (১৯৮২ সালে)
Ø কালাপানি
কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত ভূখন্ড ? (ভারত ও নেপাল)
Ø মুক্তিযুদ্ধের
সময় ফরিদপুর জেলা কত নং সেক্টরে অন্তর্গত ছিল ? (২)
Ø বাংলাদেশের
সর্ববৃহৎ দ্বীপের নাম কি ? (ভোলা)
Ø পৃথিবীর
সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি ? (রয়টার)
Ø ভার্সাই
নগরী কোথায় অবস্থিত ? (ফ্রান্স)
Ø ‘বারোভূইয়া’
কাদের বলা হতো ? (বড় বড় স্বাধীন জমিদারদের)
No comments:
Post a Comment