Saturday 23 November 2019

চাকুরী পরীক্ষার জন্য সাধারন জ্ঞান সাজেশন (November)




চাকুরী পরীক্ষার জন্য সাধারন জ্ঞান সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং

Ø কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ? (ব্রাজিল)
Ø পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? (চীন)
Ø পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান কোন দেশটি ? (বাংলাদেশ)
Ø বিশ্বের বৃহৎতম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? (আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত)
Ø ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোনটি ? (সাপ্তাহিক সৈনিক)
Ø বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে ? (২ মার্চ ১৯৭১)
Ø ‘জলকেলি’ কাদের উৎসব ? (রাখাইন)
Ø  বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কবে ? (১৬ ডিসেম্বর ১৯৭২)
Ø বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত ? (৪ বছর)
Ø বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ? (১৯৫৫ সালে)
Ø বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ বহনকারী রকেটের নাম কি ? (ফ্যালকন ৯)
Ø দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোথায় ? (ময়মনসিংহ)
Ø বাংলাদেশে রেশম বেশি উংপাদিত হয় কোন জেলায় ? (রাজশাহী)
Ø বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি ? (যুক্তরাষ্ট্র)
Ø বর্তমানে বাংলাদেশে মেট্রোপলিটন পুলিশ এলাকা কতটি ? (৮টি)
Ø বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে ? (কামরুল হাসান)
Ø বাংলাদেশ বন গভেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? (চট্টগ্রাম)
Ø বাংলাদেশ নদী গভেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? (ফরিদপুর)
Ø রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ? (চীন)
Ø ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার কত ? (৫,২৩,১৯০ কোটি টাকা)
Ø পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ? (মান্দারিন)
Ø মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে ? (১৯৮২ সালে)
Ø কালাপানি কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত ভূখন্ড ? (ভারত ও নেপাল)
Ø মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নং সেক্টরে অন্তর্গত ছিল ? (২)
Ø বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি ? (ভোলা)
Ø পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি ? (রয়টার)
Ø ভার্সাই নগরী কোথায় অবস্থিত ? (ফ্রান্স)
Ø ‘বারোভূইয়া’ কাদের বলা হতো ? (বড় বড় স্বাধীন জমিদারদের)

No comments:

Post a Comment

Top 20 High Page Ranking Bookmarking Websites

Social Bookmarking is the power of Search Engine for quickly increasing your traffic. People help to get the targeting article for her or h...