Monday 25 November 2019

চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন(December)



চাকুরী পরীক্ষার জন্য গনিত সাজেশন
তারিখঃ ২৫-১১-২০১৯ ইং

ü লাভলু ফেব্রুয়ারীর ১৪ তারিখ কিছু গোলাপ ক্রয় করিল । তার ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম ১৬ টাকা এবং প্রতিটি সাদা গোলাপের দাম ১৩ টাকা । যদি যে সাদা ও লাল গোলাপ কিনতে মোট ২৯৩ টাকা খরচ করে থাকে, সে কতটি গোলাপ কিনেছিল ? [২০]
ü ট্রেন মধুমতি স্টেশন ‘ক’ থেকে ভোর ৪ টায় যাত্রা শুরু করে এবং সকাল ১১ টায় স্টেশন ‘খ’ তে পৌঁছায় । আবার ট্রেন তিস্তা স্টেশন ‘খ’ থেকে সকাল ৫.৩০ টায় যাত্রা শুরু করে ও সকাল ১০ টায় স্টেশন ‘ক’ তে পৌঁছায় । ট্রেন দুটি সকাল কয়টায় পরষ্পরকে অতিক্রম করা শুরু করেছিল ?
ü ৩২ জন বালক একটি বাগান ২৪ দিনে পরিষ্কার করতে পারে । একই কাজ ২৪ জন বালিকা ১৬ দিনে করতে পারে । ১৬ জন বালক ও ১৬ জন বলিকা একত্রে ১২ দিন কাজ করার পর অবশিষ্ট কাজ ৯ দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরো কতজন বালিকা প্রয়োজন হবে ? [২৪]
ü জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল । জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম ৪০% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম ২০% হ্রাস পেল । যদি জুলাই মাসে সমান পরিমান ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম ৭৭ টাকা হয়, জুন মাসে এক কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল ? [৭০]
ü ৪৭২ মিটার দীর্ঘ একটি রাস্তার দুইপাশে ২০ মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হল । প্রতিটি পিলারের প্রস্থ ০.৫ মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে ? [৪৮টি]
ü একটি সংখ্যার চারগুনের সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮ । সংখ্যাটির দ্বিগুণের সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে ? [৫]
ü P > ২ ও q > - ১ হলে, নিচের কোনটি সবসময় সত্য হবে ? [ pq > - ২ ]
ü N সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে ৩টি করে চকলেট দিলে ৫টি চকলেট অবশিষ্ট থাকে, কিন্তু ৪টি করে চকলেট দিতে গেলে আরো ২১টি চকলেটের প্রয়োজন হয় । ঐ ক্লাসের ছাত্র সংখ্যা কত ? [২৬]
ü ১০মিটার/মিনিট বেগে ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এককোণ থেকে কর্ণ বরাবর হেটে অপর প্রান্তে পৌছে বাগানের কিনার দিয়ে হেটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে ? [১২]
ü একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস পেলে p এর মান কত ? [২০]
ü ববি ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে ৭:৯ । যদি কবি ববিকে ২১টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে ৭:৬ । আবার যদি ববি কবিকে ১১টি আপেল দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে ৫:৮ । কবির কাছে অপেক্ষা কতটি আপেল বেশি আছে ? [২৬টি]
ü ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে । রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে ?
ü ৯টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -১৫ । সবগুলো সংখ্যার সমষ্টি কত ? [-১৩৫]
ü একটি ধারার ১ম সংখ্যাটির ২ এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২৩২তম সংখ্যাটি কত ? [৮০৬]


No comments:

Post a Comment

Top 20 High Page Ranking Bookmarking Websites

Social Bookmarking is the power of Search Engine for quickly increasing your traffic. People help to get the targeting article for her or h...