চাকুরী
পরীক্ষার জন্য গনিত সাজেশন
তারিখঃ
২৫-১১-২০১৯ ইং
ü লাভলু
ফেব্রুয়ারীর ১৪ তারিখ কিছু গোলাপ ক্রয় করিল । তার ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম
১৬ টাকা এবং প্রতিটি সাদা গোলাপের দাম ১৩ টাকা । যদি যে সাদা ও লাল গোলাপ কিনতে মোট
২৯৩ টাকা খরচ করে থাকে, সে কতটি গোলাপ কিনেছিল ? [২০]
ü ট্রেন
মধুমতি স্টেশন ‘ক’ থেকে ভোর ৪ টায় যাত্রা শুরু করে এবং সকাল ১১ টায় স্টেশন ‘খ’ তে পৌঁছায়
। আবার ট্রেন তিস্তা স্টেশন ‘খ’ থেকে সকাল ৫.৩০ টায় যাত্রা শুরু করে ও সকাল ১০ টায়
স্টেশন ‘ক’ তে পৌঁছায় । ট্রেন দুটি সকাল কয়টায় পরষ্পরকে অতিক্রম করা শুরু করেছিল ?
ü ৩২
জন বালক একটি বাগান ২৪ দিনে পরিষ্কার করতে পারে । একই কাজ ২৪ জন বালিকা ১৬ দিনে করতে
পারে । ১৬ জন বালক ও ১৬ জন বলিকা একত্রে ১২ দিন কাজ করার পর অবশিষ্ট কাজ ৯ দিনে শেষ
করতে চাইলে এদের সাথে নতুন আরো কতজন বালিকা প্রয়োজন হবে ? [২৪]
ü জুন
মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংড়া আমের দাম একই ছিল । জুলাই মাসে প্রতি কেজি
ফজলি আমের দাম ৪০% বৃদ্ধি পেল এবং প্রতি কেজি ল্যাংড়া আমের দাম ২০% হ্রাস পেল । যদি
জুলাই মাসে সমান পরিমান ফজলি ও ল্যাংড়া আমের মিশ্রণের প্রতি কেজির দাম ৭৭ টাকা হয়,
জুন মাসে এক কেজি ল্যাংড়া আমের দাম কত টাকা ছিল ? [৭০]
ü ৪৭২
মিটার দীর্ঘ একটি রাস্তার দুইপাশে ২০ মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হল । প্রতিটি
পিলারের প্রস্থ ০.৫ মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে ? [৪৮টি]
ü একটি
সংখ্যার চারগুনের সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮ । সংখ্যাটির দ্বিগুণের সাথে ৭ যোগ
করা হলে যোগফল কত হবে ? [৫]
ü P
> ২ ও q > - ১ হলে, নিচের কোনটি সবসময় সত্য হবে ? [ pq > - ২ ]
ü N
সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে ৩টি করে চকলেট দিলে ৫টি চকলেট অবশিষ্ট
থাকে, কিন্তু ৪টি করে চকলেট দিতে গেলে আরো ২১টি চকলেটের প্রয়োজন হয় । ঐ ক্লাসের ছাত্র
সংখ্যা কত ? [২৬]
ü ১০মিটার/মিনিট
বেগে ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এককোণ থেকে কর্ণ বরাবর
হেটে অপর প্রান্তে পৌছে বাগানের কিনার দিয়ে হেটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময়
লাগবে ? [১২]
ü একটি
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস
পেলে p এর মান কত ? [২০]
ü ববি
ও কবির কাছে কিছু আপেল আছে যার অনুপাত যথাক্রমে ৭:৯ । যদি কবি ববিকে ২১টি আপেল দিয়ে
দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে ৭:৬ । আবার যদি ববি কবিকে ১১টি আপেল
দিয়ে দেয় তাহলে ববি ও কবির কাছে থাকা আপেলের অনুপাত হবে ৫:৮ । কবির কাছে অপেক্ষা কতটি
আপেল বেশি আছে ? [২৬টি]
ü ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ৯০% ছাত্র বাস ব্যবহার করে, ১৫% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং
প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে । রাইড শেয়ারিং ব্যবহার
করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে ?
ü ৯টি
ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -১৫ । সবগুলো সংখ্যার সমষ্টি কত ? [-১৩৫]
ü একটি
ধারার ১ম সংখ্যাটির ২ এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার
২৩২তম সংখ্যাটি কত ? [৮০৬]
No comments:
Post a Comment